Dhaka, Thursday | 2 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 2 October 2025 | English
বৃষ্টি, বই আর এক কাপ কফি—আজ আন্তর্জাতিক কফি দিবস
২০২৬-এর শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ইলিশ চুরির অভিযোগ, হাত-পা বেঁধে দুই শিশুকে নির্যাতন
শিরোনাম:

নামমাত্র মা ও শিশু কল্যাণ কেন্দ্র, নেই ডাক্তার-ওষুধ

প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৫ পিএম  (ভিজিটর : ১৮১)

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুরে অবস্থিত ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি দুই যুগেরও বেশি সময় ধরে ডাক্তারশূন্য অবস্থায় পড়ে আছে। নেই প্রয়োজনীয় ওষুধপত্র, নেই অবকাঠামোগত সুবিধা। মাত্র দুইজন কর্মী- একজন পরিবার কল্যাণ পরিদর্শীকা ও একজন মিডওয়াইফের ওপর ভর করে চলছে গর্ভবতী নারী ও নবজাতকদের প্রাথমিক চিকিৎসা ও স্বাভাবিক প্রসব সেবা।

পরিদর্শীকা আখতার বানু জানান, এখানে নিয়মিত স্বাভাবিক প্রসব হয়, তবে জটিল রোগীদের উপজেলা হাসপাতালে রেফার করতে হয়। ১০ মাস ধরে সরকারি কোনো ওষুধ সরবরাহ নেই, এমনকি গ্লাভস, হেক্সাসল, ডেলিভারি কিট পর্যন্ত রোগীর স্বজনদের কিনে আনতে হয়। গত আট মাসে এখানে ২১টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, জরাজীর্ণ ভবনে অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে। দ্বিতীয় তলার সব বেড গুটিয়ে রাখা হয়েছে, ব্যবহার অনুপযোগী আশপাশের কক্ষগুলোও। ছাদের পলেস্তরা খসে পড়ছে, আবাসিক ভবনটিও অযোগ্য হয়ে পড়েছে। প্রায় চার বছর ধরে কোনো অপারেশন হচ্ছে না।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হানুল হক জানান, ভবনটি পুনর্নির্মাণ ও সরকারি ওষুধ সরবরাহ অত্যন্ত জরুরি। আশা করা হচ্ছে শিগগিরই ওষুধ আসবে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, একসময় প্রাণচঞ্চল এই সেবাকেন্দ্রটি এখন শুধু নামেই টিকে আছে। আগে যেখানে মা-শিশু স্বাস্থ্যসেবার জন্য মানুষ ভিড় করতেন, এখন তারা বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক বা উপজেলা হাসপাতালে চলে যাচ্ছেন।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝