Dhaka, Thursday | 2 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 2 October 2025 | English
বৃষ্টি, বই আর এক কাপ কফি—আজ আন্তর্জাতিক কফি দিবস
২০২৬-এর শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ইলিশ চুরির অভিযোগ, হাত-পা বেঁধে দুই শিশুকে নির্যাতন
শিরোনাম:

কলার জাদুতেই চুল হবে ঝলমলে, জেনে নিন সহজ টোটকা

প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১১:৩৮ এএম  (ভিজিটর : ৬)

ব্যস্ত জীবনে পার্লারে গিয়ে স্পা করার সময় কিংবা ইচ্ছে অনেক সময়ই হয়ে ওঠে না। আবার অনেকে অনেক টাকা খরচ করেও চুল ফুরফুরে হচ্ছে না। ফলে মন খারাপ আর অস্বস্তি মিলে ঝামেলা বাড়ে। অথচ রান্নাঘরেই লুকিয়ে আছে এর সমাধান। কলা শুধু শরীরের জন্য উপকারী নয়, বরং চুলের জন্যও এটি এক অসাধারণ প্রাকৃতিক উপাদান। চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা, মসৃণভাব ও ঘনত্ব আনতে কলার বিকল্প নেই। বিশেষ করে যখন এটি দই, মধু কিংবা অ্যালোভেরার সঙ্গে মিশে যায়— তখন তৈরি হয় দারুণ কার্যকরী হেয়ার প্যাক। তাই খুব সহজে ঘরে বসেই আপনি পেয়ে যেতে পারেন স্পার মতো ফলাফল।

কলা ও দই: চুল মসৃণ ও নরম করার জন্য কলা ও দইয়ের জুটি অসাধারণ। একটি বাটিতে দুটি পাকা কলা ও পর্যাপ্ত দই ভালোভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত সপ্তাহে অন্তত দুদিন ব্যবহার করলে উপকার মিলবে।

কলা ও মধু: চুলের সমস্যা দূর করতে কলা যেমন কার্যকর, তেমনি মধু যোগ হলে এর উপকারিতা আরও বেড়ে যায়। বিশেষ করে মাথার ত্বকের শুষ্কতা দূর করতে এটি দারুণ কাজ করে। এজন্য একটি পাকা কলা মিহি করে চটকে নিয়ে তাতে মধু মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। শুকিয়ে এলে শ্যাম্পু করে ফেলুন। কয়েক দিনের মধ্যেই চুলে আসবে দৃশ্যমান পরিবর্তন।

কলা ও অ্যালোভেরা: ত্বকের মতো চুলের যত্নেও অ্যালোভেরা খুব জনপ্রিয়। পাকা কলা চটকে তাতে দু চামচ অ্যালোভেরা মিশিয়ে নিন। এবার মিশ্রণটি চুলে লাগিয়ে ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কয়েক দিন ব্যবহার করলেই বুঝতে পারবেন চুলে এসেছে আলাদা চমক ও উজ্জ্বলতা।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝