পাবনা পৌর শহরের সাধুপাড়া এলাকায় এক তরুণীকে উত্যক্তের প্রতিবাদ করায় আকাশ হোসেন (২৪) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। একই ঘটনায় নাইম হোসেন নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ অভিযুক্তদের মধ্যে সন্দেহভাজন সুভেল হোসেন নামে এক যুবককে আটক করেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে সাধুপাড়া ব্রিজের কাছে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আকাশ হোসেন সদর উপজেলার পলিথিন মোড় এলাকার সোহেল হোসেনের ছেলে। আহত নাইম হোসেন একই এলাকার মৃত লালু মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রাবণী নামে একটি তরুণী স্কয়ারে চাকরি করেন। দীর্ঘদিন ধরে স্থানীয় নাপিত মিল্লাত পথরোধ করে তাকে উত্যক্ত করে আসছিল। মঙ্গলবার রাতে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মিল্লাত মেয়েটিকে রাস্তার মধ্যে জড়িয়ে ধরে। বিষয়টি জানার পর শ্রাবণীর স্বজন মুক্তারসহ আকাশ, নাইম ও আরও কয়েকজন মিলে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে মিল্লাতের পরিবার ও সহযোগীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মিল্লাত, তার বাবা ও ভাই মিলে আকাশ ও নাইমের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নাইম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন, “এক তরুণীকে উত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এফপি/এমআই