মাগুরার শ্রীপুর উপজেলার জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজে বৃহস্পতিবার সকালে ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন ও এমএলএসএস মোঃ আবুল হোসেন মোল্যার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনার সভায় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিত বরণ চক্রবর্তী।
সহকারী অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক সাাখায়াৎ হোসেন, শাহানা ফেরদৌস, সংকর বিশ্বাস, মোল্যা আবু কায়ুম, বিদায়ী শিক্ষক মোঃ নাসির উদ্দিন ও এলএমএস মোঃ আবুল হোসেন মোল্যা প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।
এফপি/এমআই