Dhaka, Thursday | 27 November 2025
         
English Edition
   
Epaper | Thursday | 27 November 2025 | English
ভোট দিতে ৩৮ হাজার প্রবাসীর নিবন্ধন
ঢাকায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে
পরিবার, সমাজ, প্রশাসন—কোথাও নিরাপত্তা পাচ্ছেন না নারীরা: দেবপ্রিয় ভট্টাচার্য
শিরোনাম:

ঘরে দুর্বল ওয়াই-ফাই? কয়েকটি সহজ পরিবর্তনেই মিলবে দারুণ স্পিড

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৩:৪৯ পিএম আপডেট: ২৭.১১.২০২৫ ৪:৫৬ পিএম  (ভিজিটর : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাড়িতে অনলাইন ক্লাস, অফিসের কাজ, ভিডিও স্ট্রিমিং কিংবা গেম খেলাসবকিছুর জন্য এখন নির্ভর করতে হয় ওয়াই-ফাইয়ের ওপর। কিন্তু অনেক সময় দেখা যায়, ওয়াই-ফাই থাকলেও স্পিড ঠিকমতো পাওয়া যায় না। এর বেশিরভাগ কারণই আমাদের অজান্তে করা কিছু ছোট ভুল। কয়েকটি সহজ টিপস মেনে চললেই আপনার ইন্টারনেট স্পিড চোখে পড়ার মতো বাড়তে পারে।


মনে রাখবেন, রাউটার কোথায় রাখছেন, সেটাই সবচেয়ে বড় বিষয়। অনেকেই রাউটার ঘরের কোনায়, মেঝেতে বা বড় আসবাবের পেছনে রাখেন। এতে সিগন্যাল ঠিকমতো ছড়াতে পারে না। রাউটার রাখার ভালো জায়গা ঘরের মাঝামাঝি বা একটু উঁচু কোনো স্থানে।


রাউটার দেয়াল, লোহার জিনিস, মাইক্রোওয়েভ বা কর্ডলেস ফোনের কাছ থেকে দূরে রাখাই ভালো, কারণ এই জিনিসগুলোর কারণে সিগন্যাল দুর্বল হয়ে যায়।


ওয়্যারলেস গ্যাজেটও সমস্যা তৈরি করতে পারে। ব্লুটুথ স্পিকার বা অন্যান্য ওয়্যারলেস ডিভাইস রাউটারের কাছে থাকলে তারা সিগন্যালের সঙ্গে হস্তক্ষেপ করে। তাই রাউটারকে এ ধরনের ডিভাইস থেকে দূরে রাখাই ভালো।


আর আশপাশে অনেক ওয়াই-ফাই নেটওয়ার্ক থাকলে রাউটারের চ্যানেল পরিবর্তন করে কম ভিড়যুক্ত চ্যানেলে নিলে স্পিড বাড়তে পারে।


পুরোনো রাউটার? আপগ্রেড করাই দরকার। ৩-৪ বছর পুরোনো রাউটার ব্যবহার করলে স্পিড কমে যেতে পারে। এখন বাজারে Wi-Fi 6 বা 6Eসমর্থিত ডুয়াল/ট্রাই ব্যান্ড রাউটার পাওয়া যায়, যেগুলো দ্রুত এবং স্থির গতি দেয়।


GHz ব্যান্ড: কম দূরত্বে বেশি স্পিড


২.৪GHz ব্যান্ড: দূরে পর্যন্ত সিগন্যাল পৌঁছায়


রাউটারের সফটওয়্যার নিয়মিত আপডেট করুন


ফার্মওয়্যার আপডেট করলে রাউটারের কর্মক্ষমতা বাড়ে এবং সাইবার নিরাপত্তাও শক্ত হয়। বড় ফ্ল্যাট বা বাড়িতে Wi-Fi এক্সটেন্ডার ব্যবহার করলে প্রতিটি ঘরে ভালো সিগন্যাল পাওয়া যায়।


নেটওয়ার্ক নিরাপত্তা জরুরি


অনিরাপদ নেটওয়ার্কে অন্য কেউ ঢুকে ব্যবহার করলে স্পিড আরও কমে যায়। তাই:


- শক্তিশালী পাসওয়ার্ড দিন


- WPA2 বা WPA3 এনক্রিপশন ব্যবহার করুন


- স্মার্ট টিভি, ডেস্কটপ বা গেমিং কনসোলের মতো ডিভাইসগুলোকে সরাসরি কেবল দিয়ে সংযুক্ত করলে ওয়াই-ফাইয়ের ওপর চাপ কমে।


- অতিরিক্ত ডিভাইস সংযুক্ত রাখবেন না


- একসঙ্গে অনেক ডিভাইস ব্যবহার করলে ব্যান্ডউইথ ভাগ হয়ে যায়।


- অপ্রয়োজনীয় ডিভাইস ডিসকানেক্ট করুন


- অতিথিদের জন্য আলাদা Guest Network চালু রাখুন


- ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে রাখুন


মাইক্রোওয়েভ, কর্ডলেস ফোন, বেবি মনিটরএসব ডিভাইসও সিগন্যাল ব্যাহত করে। তাই রাউটার তাদের থেকে দূরে রাখুন।


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝