Dhaka, Thursday | 27 November 2025
         
English Edition
   
Epaper | Thursday | 27 November 2025 | English
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭
ভোট দিতে ৩৮ হাজার প্রবাসীর নিবন্ধন
ঢাকায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে
শিরোনাম:

গেমিং মনিটর প্রদর্শনে ঢাকায় রোডশো আয়োজন করেছে স্যামসাং

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৫:০৩ পিএম  (ভিজিটর : ২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশ রাজধানীর ইসিএস কম্পিউটার সিটিতে (মাল্টিপ্ল্যান সেন্টার) তাদের সর্বাধুনিক মনিটরগুলো প্রদর্শনের জন্য এক রোডশো আয়োজন করেছে। গতকাল ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া ছয় দিনব্যাপী এই আয়োজন চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। দর্শনার্থীরা এ সময় এক জায়গায় স্যামসাংয়ের সব নতুন উদ্ভাবনী ডিসপ্লেগুলো সরাসরি দেখার সুযোগ পাবেন।   

বাংলাদেশে স্যামসাংয়ের মনিটর বিক্রির কার্যক্রম পরিচালনা করে স্মার্ট টেকনোলজিস। উদ্বোধনী অনুষ্ঠানে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস ও স্মার্ট টেকনোলজিস, দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারাই উপস্থিত ছিলেন। স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির রিটেইল স্ট্র্যাটেজির ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব দাস গুপ্ত এবং প্রোডাক্ট অ্যান্ড প্ল্যানিং ম্যানেজার মোহাম্মদ খাদেম উজ জামান। 

অন্যদিকে, স্মার্ট টেকনোলজিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মো. মুজাহিদ আল-বিরুনী সুজন ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবুল বাশার রাজু।

রোডশোতে দর্শনার্থীরা মনিটরগুলো ব্যবহার করে দেখার সুযোগ পাবেন এবং বিভিন্ন ফিচার বিশ্লেষণ করে দেখতে পারবেন। তারা মনিটরে ‘কল অব ডিউটি’র মতো গেম খেলারও সুযোগ পাবেন। এছাড়াও, প্রতিদিনের প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিদিনই জিতে নিতে পারবেন বিভিন্ন আকর্ষণীয় উপহার। 

রোডশোতে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ এবং সাশ্রয়ী বাজেট, দুই বিভাগ মিলিয়ে চারটি মডেল প্রদর্শন করা হয়েছে। প্রিমিয়াম ক্যাটাগরিতে রয়েছে ওডিসি নিও জি৯ (৫৭ ইঞ্চি), যা বিশ্বের প্রথম ডুয়াল এউএইচডি কার্ভড মনিটর। এতে রয়েছে কোয়ান্টাম মেট্রিক্স প্রযুক্তি ও ২৪০ হার্টজ রিফ্রেশ রেট। এছাড়াও, প্রদর্শিত হচ্ছে ওডিসি ওএলইডি জি৯ (৪৯ ইঞ্চি), যা ৩২:৯ স্ক্রিন রেশিওসহ ওএলইডি প্যানেল এবং এর এনভিডিয়া জি-সিঙ্ক প্রযুক্তি আরও আরামদায়ক ভিজ্যুয়াল অভিজ্ঞটা নিশ্চিত করবে। গেমারদের জন্য মনিটর দু’টি দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা দিবে।

এছাড়াও, প্রদর্শন করা হবে ভিউফিনিটি এসনাইন (৪৯ ইঞ্চি) নামের আরেকটি ফ্ল্যাগশিপ মডেল, যা ডুয়াল কিউএইচডি কার্ভড ডিসপ্লের সাথে ভিইএসএ ডিসপ্লে এইচডিআর ৪০০ প্রযুক্তি ব্যবহার করে উজ্জ্বল কালো-সাদা এবং উচ্চ ডায়নামিক রেঞ্জ (এইচডিআর) প্রদর্শনে সক্ষম। মনিটরটিতে টাইপ-সি সংযোগ সুবিধা এবং একটি বিল্ট-ইন কেভিএম সুইচও রয়েছে।

যারা তুলনামূলক কম বাজেটের মধ্যে নতুন মনিটর খুঁজছেন, তাদের জন্য রয়েছে এসেনশিয়াল মনিটর এস৩ সিরিজ। এই সিরিজ ২২ ইঞ্চি, ২৪ ইঞ্চি, ও ২৭ ইঞ্চি আকারে বাজারে পাওয়া যাবে। এই মনিটরগুলোতে রয়েছে ১০০ হার্টজ আইপিএস প্যানেল এবং গেইম মোড, যা দৈনন্দিন কাজ, গেইমিং ও বিনোদনের জন্য অত্যন্ত উপযোগী।

রোডশো সম্পর্কে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “স্যামসাংয়ে আমরা সবসময়ই ক্রেতাদের জন্য অত্যাধুনিক অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই। এই রোডশো’র মাধ্যমে আমরা আমাদের সর্বশেষ উদ্ভাবিত মনিটর প্রযুক্তিগুলো সবার কাছে পৌঁছে দিতে চাই। প্রযুক্তিগত এ উদ্ভাবন তাদের দৈনন্দিন কাজ ও বিনোদন অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।” 
 
স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “স্যামসাংয়ের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ক্রেতাদের জন্য এ রোডশো আয়োজন করা নিয়ে আমরা গর্বিত। এটি তাদের জন্য দারুণ একটি সুযোগ। ক্রেতারা মনিটরগুলো সরাসরি ব্যবহার করে এগুলোর বিভিন্ন ফিচার নিয়ে সরাসরি অভিজ্ঞতা নিতে পারবেন, যা তাদের আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে। 

এই রোডশোর মাধ্যমে তাদের মনিটর লাইন-আপ ক্রেতাদের কাছে আরও সহজলভ্য করতে চায় স্যামসাং। পাশাপাশি, প্রিমিয়াম ও তুলনামূলক সাশ্রয়ী বাজেটের নতুন প্রযুক্তিগুলো ক্রেতাদের কাছে সহজলভ্য করতে চায় ব্র্যান্ডটি। এসব মনিটর ভারী ব্যবহার থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় কাজ, সব ক্ষেত্রেই দারুণ ব্যবহার উপযোগী।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝