| শিরোনাম: |

বিনামূল্যে চ্যাটজিপিটি গো পরিষেবা পাওয়া যাবে; কিন্তু কীভাবে? কিছুটা সময়ের জন্য নয়; পুরো বছরের জন্য মিলবে সুবিধা। এমনই ঘোষণা দিয়েছে ওপেনএআই। আজ থেকে পাওয়া যেতে পারে এই সুবিধা। ভারতের বেঙ্গালুরু শহরে ওপেনএআই সংস্থার ডেভডে এক্সচেঞ্জ ইভেন্ট শুরু হচ্ছে আজ। এখন থেকে অনেকের জন্য বিশেষ অফার ঘোষণা করবে চ্যাটজিপিটি।
কী থাকছে অফারে
ওপেনএআইর সেবাব্যয় সংস্করণ হচ্ছে চ্যাটজিপিটি গো। কয়েকটি অ্যাডভান্সড টুল ছাড়াও বেশ কিছু সুবিধা রয়েছে এই সংস্করণে। ওপেনএআইর সর্বশেষ সংস্করণের আধুনিক জিপিটি ফাইভ মডেলের ওপর নির্ভর করে চলে চ্যাটজিপিটি গো। প্রতিদিনের মেসেজ লিমিট, বেশি মেমোরি, ছবি, ডকুমেন্ট ও অন্যসব ফাইল আপলোড করা যায় অ্যানালাইসিসের জন্য। আগ্রহীরা এই সংস্করণে ছবি তৈরি করা ও জটিল গণনার কাজ করতে পারবেন। এই ফ্ল্যাগশিপ এআই টুলের সব ধরনের সুবিধা পাওয়া যাবে, যদি চ্যাটজিপিটি গো ব্যবহার করা হয়।
বাড়তি সুবিধা কেন
সারাবিশ্বে আগ্রহীরা যেভাবে এই টুল ব্যবহার করছেন, যেভাবে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন, সে কারণেই নতুন পদক্ষেপ নিয়েছে ওপেনএআই। পরিসংখ্যান বলছে, দক্ষিণ এশিয়ার ভারত এখন চ্যাটজিপিটির দ্বিতীয় বৃহত্তম বাজার। দেশটিতে প্রতিদিন পেইড সাবস্ক্রিপশনের সংখ্যা বাড়ছে। দক্ষিণ এশিয়ার জন্য গত আগস্টে উন্মোচন করা হয় গো সংস্করণ। অপেক্ষাকৃত কম খরচে চ্যাটজিপিটির এই সাবস্ক্রিপশন সংস্করণ উন্নয়ন করা হয়। আত্মপ্রকাশের পর থেকেই অর্থব্যয়ে পরিষেবা নেওয়া গ্রাহকরা সংখ্যা ক্রমে দ্বিগুণ হয়েছে। নতুন করে গো সংস্করণের সুবিধা বাড়াতে পরিকল্পনা নিয়েছে ওপেনএআই কর্তৃপক্ষ।
প্রমোশনাল সময়ে সাইনআপ করলে এক বছরের জন্য বিনামূল্যে গো সংস্করণ ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে।
ইতোমধ্যে গো সংস্করণ যারা ব্যবহার করছেন, তারা বাড়তি কিছু সুবিধা পাবেন। কীভাবে একেবারে বিনামূল্যে ব্যবহারের সুবিধা মিলবে, কীভাবে এর
বাড়তি সুবিধা নিতে পারবেন– এসব বিষয়ে দ্রুতই সংস্থার তরফ থেকে অবহিত করা হবে।
এফপি/অ