রাজধানীর মালিবাগে একটি বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামে এক গার্মেন্টস কর্মীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত সুরভী শরীয়তপুরের জাজিরার পালেকচর ইউনিয়ন আশিক মোল্লার স্ত্রী ও একই উপজেলার জয়নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুরুল হকের মেয়ে।
নিহতের বড় ভাই মো. হৃদয় খান বলেন, পুলিশের মাধ্যমে জানতে পারি আমার বোনকে হত্যা করা হয়েছে।
আমরা তিন ভাই ও দুই বোন। এর মধ্যে সুরভী ছিল চতুর্থ। তারা প্রেম করে বিয়ে করেছে। তাদের একটি সন্তান রয়েছে।
ঘটনার আগে তাদের শিশুসন্তানকে তার দাদির বাড়ি রেখে আসা হয়েছিল। পুলিশের মাধ্যমে জেনেছি, গত ১ তারিখ তারা এই ভাড়া বাসায় ওঠে।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন তালুকদার বলেন, গত রবিবার দিবাগত রাত ১টা থেকে সোমবার দুপুর দেড়টার মধ্যে সুরভীকে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী আশিক মোল্লাহ তাকে শ্বাসরোধে হত্যা করে প্লাস্টিকের বস্তায় ভরে পালিয়ে যান।
এফপি/অ