| শিরোনাম: |

সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত যুবক জয় সরকারকে (২৫) তার বন্ধুরাই ডেকে নিয়ে হত্যাকারীদের হাতে তুলে দিয়েছে এমন অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা।
স্বজনদের দাবি, বুধবার রাত ৮টার দিকে তিন বন্ধু-স্বাধীন, পান্নু ও দেলোয়ার—জয়কে টিকটক বানানোর কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে যায় চৌদ্দকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পরিত্যক্ত জমিতে প্রতিপক্ষের বেকু হাসানের নেতৃত্বে থাকা সন্ত্রাসীদের কাছে। সেখানে ধারালো অস্ত্র দিয়ে জয়কে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় জয়কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর ওই দিন রাতে নিহতের ছোট বোন গজারিয়া থানায় ২২ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।
নিহতের বড় বোন জুলিয়া জানান,১৪ মাস আগে প্রতিপক্ষ রাব্বি গংয়ের হামলায় বাবা জামাল মিয়া পঙ্গু হয়েছেন, চাচা মুক্তার হোসেন হাতের কবজি হারিয়েছেন। সেই মামলার বাদী হওয়ায় জয়ের ওপর একের পর এক হামলা হয়। এবার বন্ধুরাই তাকে কৌশলে হত্যাকারীদের কাছে তুলে দেয়।
হাসপাতালের জরুরি বিভাগের এক সূত্র জানায়, জয়ের হাত, পা এবং মাথায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা চিকিৎসকদের।
গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) সহিদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এফপি/জেএস
গজারিয়ায় বন্ধুর ডাকে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরা হলো না জয়ের
মোংলা বন্দরের আবাসিক এলাকায় চুরির মালামাল সহ আটক দুই
কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও তাজা কার্তুজসহ জাল টাকা জব্দ
কুতুবদিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা
গোপালগঞ্জে তওহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রগঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা