Dhaka, Thursday | 27 November 2025
         
English Edition
   
Epaper | Thursday | 27 November 2025 | English
ভোট দিতে ৩৮ হাজার প্রবাসীর নিবন্ধন
ঢাকায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে
পরিবার, সমাজ, প্রশাসন—কোথাও নিরাপত্তা পাচ্ছেন না নারীরা: দেবপ্রিয় ভট্টাচার্য
শিরোনাম:

শ্রীমঙ্গলে পূবালী ব্যাংকের ২৬৭তম উপশাখা উদ্বোধন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৩:০৯ পিএম  (ভিজিটর : ১০)

পূবালী ব্যাংক পিএলসি তার দীর্ঘ ঐতিহ্য, আস্থা ও আধুনিক ব্যাংকিং সেবার ধারাবাহিকতা আরও বিস্তৃত করতে মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গলে ২৬৭তম উপশাখা চালু করেছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের নতুন বাজার এলাকায় “পর্যটন নগরী উপশাখা”এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক (জিএম) চৌধুরী মো. শফিউল হাসান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পূর্ব অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. রুহুল আমিন, মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান, হবিগঞ্জ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক সমবারু চন্দ্র  মোহন্ত।

উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক প্রণয় দেবনাথ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পর্যটণ নগরী উপ শাখার ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌস। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পর্যটনসমৃদ্ধ শ্রীমঙ্গলের অর্থনীতি ক্রমেই গতিশীল হচ্ছে এবং এই উপশাখা চালুর ফলে স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা, পর্যটন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সাধারণ গ্রাহকরা আরও সহজে ও দ্রুত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

এ উপশাখায় আধুনিক লেনদেন ব্যবস্থা, ডিজিটাল ব্যাংকিং, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) ঋণ সুবিধা এবং গ্রাহকবান্ধব সেবাসহ পূবালী ব্যাংকের সকল আর্থিক সুবিধা পাওয়া যাবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

প্রসঙ্গত: পূবালী ব্যাংকের প্রতিষ্ঠাকাল ১৯৫৯ সাল এবং এটি বর্তমানে একটি বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যেখানে ৫১১টি শাখা ও ২৬৭টি উপশাখা রয়েছে। ব্যাংকটি প্রাথমিকভাবে ‘ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড’ নামে যাত্রা শুরু করে এবং ১৯৭২ সালে জাতীয়করণের পর এর নামকরণ হয় ‘পূবালী ব্যাংক’। ১৯৮৩ সালে এর মালিকানা বেসরকারি খাতে হস্তান্তর করা হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝