Dhaka, Thursday | 27 November 2025
         
English Edition
   
Epaper | Thursday | 27 November 2025 | English
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭
ভোট দিতে ৩৮ হাজার প্রবাসীর নিবন্ধন
ঢাকায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে
শিরোনাম:

পাবনায় দুদক মামলায় আসমা ও জাহিদের কারাদণ্ড

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৫:০৯ পিএম  (ভিজিটর : ৭)

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলোচিত দুর্নীতি মামলায় পাবনার বিশেষ জজ আদালত মোছাঃ আসমা পারভীন (ইগেনা) ও তার স্বামী মোঃ জাহিদ হোসেনকে পৃথক দুটি মামলায় মোট ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে দু'জনকেই পৃথকভাবে প্রায় ৫৪ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান এবং তাদের স্থাবর–অস্থাবর সমস্ত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিশেষ জজ (জেলা জজ) আবু সালেহ মোঃ সালাহউদ্দিন খাঁ এ রায় ঘোষণা করেন।

রায়ের বিবরণীতে জানা যায়, 
১. মোছাঃ আসমা পারভীন, মহল্লা: পূর্বটেংরী জিগাতলা, ঈশ্বরদী, পাবনা।
দুদক তদন্ত নং–৬ এর ভিত্তিতে দায়েরকৃত মামলা নং ৭/২০১৯ সূত্রে স্পেশাল মামলা নং ৪০৩/২০২১–এ আদালত তাকে-
দুদক আইন ২০০৪ এর ২৬(২) ধারায় ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫,০০,০০০ টাকা অর্থদণ্ড,
দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৪৮,৯৯,৩৬৫ টাকা অর্থদণ্ড,
—প্রদান করেন।

২. মোঃ জাহিদ হোসেন, দলিল লেখকের সহকারী, সাব-রেজিস্ট্রি অফিস, ঈশ্বরদী, পাবনা।
একই তদন্তের ভিত্তিতে দায়েরকৃত স্পেশাল মামলা নং ০৩/২০২১–এ আদালত তাকে—
দুদক আইন ২০০৪ এর ২৬(২) / দণ্ডবিধি ১০৯ ধারায় ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫,০০,০০০ টাকা অর্থদণ্ড,
দুদক আইন ২০০৪ এর ২৭(১) / দণ্ডবিধি ১০৯ ধারায় ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৪৮,৯৯,৩৬৫ টাকা অর্থদণ্ড,
—দোষী সাব্যস্ত করেন।

উভয় আসামির সাজা একত্রে (Concurrently) কার্যকর হবে। পূর্বের হাজতবাসকাল দণ্ড থেকে সমন্বয়যোগ্য থাকবে।
রায়ের দিন থেকে ৩০ দিনের মধ্যে অর্থদণ্ড রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যথায় ফৌজদারি কার্যবিধির ধারা ৩৮৬(১)(বি) অনুযায়ী অর্থদণ্ড আদায়ের প্রক্রিয়া গ্রহণ করবে রাষ্ট্র।

এ ছাড়া উভয় আসামির নামীয় সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ এসেছে আদালত থেকে।

রায় ঘোষণার পর সাজা পরোয়ানা মূলে দু'জনকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। জেল সুপারকে সাজা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

মামলার পটভূমিতে জানা যায়, ২০১৯ সালের ২৩ অক্টোবর দুদক পাবনার ঈশ্বরদী এলাকায় অনিয়ম, জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে একই বছরের মামলার (নং ৭/২০১৯) ওপর ভিত্তি করে ২০২১ সালে দুইটি পৃথক স্পেশাল মামলা দায়ের হয়। দীর্ঘ চার বছর ধরে সাক্ষ্য–প্রমাণ ও শুনানি শেষে আদালত এ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝