Dhaka, Tuesday | 16 September 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 16 September 2025 | English
আমেরিকার সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড রপ্তানি করছে ওয়ালটন
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দু’দিন পর নদীতে মিলল মরদেহ
আবাসন খাত রক্ষাই অর্থনীতির সুরক্ষা
১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর
শিরোনাম:

মিরা’র আঙিনায় শারদীয় উৎসবের জমজমাট মেলা

প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২১ পিএম  (ভিজিটর : ৬০)

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে মিরা’র আঙিনায় এবার আয়োজন করা হয়েছে চারদিনব্যাপী রঙিন ও উৎসবমুখর মেলার। দেশের প্রিয় ফ্যাশন হাউজ ‘মিরা’ আয়োজিত এই মেলা শুরু হবে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে, চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকার প্রাণকেন্দ্র পান্থপথ সিগনালের কাছেই, মাত্র দুই মিনিটের দূরত্বে, গ্রিনরোডের ১৬৭/এ (চতুর্থ তলা), কমফোর্ট হাসপাতালের পাশে এই মেলার আয়োজন।

‘মিরা’র আঙিনায় শারদীয় মেলা’তে থাকবে মনমুগ্ধকর ফ্যাশনের ঝলক—নতুন ডিজাইনের শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস থেকে শুরু করে ছোটদের রঙিন পোশাকের এক ঝাঁক। হাতে তৈরি গহনা ও পাটজাত পণ্যের স্টলগুলো যেন দেশের ঐতিহ্যের কথা আরেকবার প্রাণবন্ত করে তুলবে। আর রকমারি খাবারের সুস্বাদু আয়োজন মেলাকে করবে আরও আকর্ষণীয়।

শুধু তাই নয়, মেলায় হবে প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশও। বাউল গানের মায়াময় সুরে সবাই মেতে উঠবেন, যা পুরো উৎসবকে দিবে প্রাণবন্ত ছোঁয়া।

‘মিরা’ ফ্যাশন হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে সঙ্গী করে এই মেলার মাধ্যমে সবাইকে আনন্দের একটি মঞ্চ দিতে চাই। তাই, পরিবারের সবাই নিয়ে আসুন, উপভোগ করুন শারদীয় উৎসবের রঙীন ছোঁয়া আর ঐতিহ্যের মেলবন্ধন।

শারদীয় উৎসবের আনন্দে ভাসতে, ঐতিহ্যের ধারায় সুর মিলাতে এবং ফ্যাশনের নতুন রঙে নিজেকে সাজাতে ‘মিরা’র আঙিনায় শারদীয় মেলা আপনার জন্য অপেক্ষা করছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝