জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত সমস্যা সম্পর্কিত একটি সুপরিচিত আন্তর্জাতিক প্রতিযোগিতা হলো আন্তর্জাতিক অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ।
রাশিয়ার সোচিতে ১৩-২০ সেপ্টেম্বর এটি অনুষ্টিত হচ্ছে। বাংলাদেশি দল এই প্রথমবার IOCE-তে পাঁচজন তরুণ সদস্য অংশ নিয়েছে। IOCE- হলো বিশ্বমানের একটি প্রতিযোগিতা।
এখানে পৃথিবীর সবচেয়ে মেধাবী হাইস্কুল শিক্ষার্থীরা একত্রিত হয়ে জলবায়ু পরিবর্তন আর পরিবেশ নিয়ে বাস্তব সমস্যার সমাধান করে। বিশ্বমঞ্চের এই প্রতিযোগিতায় বাংলাদেশের টিম লিডার ব্র্যাক ইউনিভার্সিটির ফারহান মাসুদ তাসিন।
অংশগ্রহণকারী মধ্যে রয়েছেন রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের মাহদি বিন ফেরদৌস, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের তাসিন মোহাম্মাদ, রাজশাহী কলেজিয়েট স্কুলের মোঃ নূর আহমেদ ও চাঁপাই-নবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মো. আশিকুর রহমান।
বাংলাদেশের প্রতিনিধিরা বাস্তুবিদ্যা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে নিজেদের নিমগ্ন করেছেন, বিশ্বব্যাপী গবেষণা থেকে মূল্যবান অন্তর্দৃষ্টি অর্জন করেছেন এবং বিশ্বজুড়ে সহকর্মীদের সাথে চিন্তা-উদ্দীপক আলোচনায় অংশ নিয়েছেন।
প্রকল্প উৎসবে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সাথে তাদের উদ্ভাবনী প্রকল্পটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উপস্থাপন করে। সেখানে তারা অন্যান্য দেশের মেধাবী মনীদের সাথে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের নিষ্ঠার পরিচয় দেয়।
এফপি/এমআই