তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের ব্লুমসবেরি এলাকায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বাংলাদেশ হাইকমিশনের গাড়ি বের হওয়ার সময় আওয়ামী লীগের কিছু নেতা–কর্মী গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন।
বাংলাদেশ হাইকমিশন জানায়, গাড়িটি কালো রঙের একটি বিএমডব্লিউ, যা হামলাকারীরা মনে করেছিলেন মাহফুজ আলম বহন করছে। তবে হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বলেন, “তথ্য উপদেষ্টা অন্য রাস্তায় অন্য গাড়িতে করে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।”
চোখে দেখা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকজন গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেছিলেন, যাতে গাড়ি আটকানো যায়। কিন্তু পুলিশ দ্রুত হস্তক্ষেপ করায় সেই চেষ্টা ব্যর্থ হয়। তবুও গাড়ির ওপর একাধিকবার ডিম নিক্ষেপ করা হয়।
পরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত ‘জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনা সভায় মাহফুজ আলম বলেন, “আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।”
ঘটনার পর স্থানীয় পুলিশ অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করে। তবে এই হামলার ঘটনায় কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
এফপি/রাজ