ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা শীর্ষ তিন পদে জয়ী হয়েছেন। সহ-সভাপতি (ভিপি) হয়েছেন সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট, যেখানে প্রতিদ্বন্দ্বী তানভীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন। ভোটগ্রহণ হয় বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে।
তবে ভোটকে ঘিরে অনিয়মের অভিযোগ তুলেছেন একাধিক প্রার্থী। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানসহ কয়েকজন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তাদের অভিযোগ, প্রশাসনের সহযোগিতায় শিবিরপন্থীরা জয় নিশ্চিত করেছে।
প্রায় ছয় বছর পর আয়োজিত ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৫ জন এবং জিএস পদে ১৯ জন প্রার্থী।
এফপি/রাজ