বাগেরহাটের আসন পুনর্বিন্যাস বাতিলের দাবিতে উত্তাল মোংলা। মঙ্গলবার সকাল থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জনগণের মতামত উপেক্ষা করে বাগেরহাটের ৪টি আসনকে ৩টি আসনে পুনর্বিন্যাস করা হয়েছে।
এদিকে বুধবার সকাল ছয়টা থেকে শুরু হবে তৃতীয় দফার টানা ৪৮ ঘণ্টার হরতাল। ইতিমধ্যেই শহরে প্রচারণা ও মাইকিং চলছে। পরিবহন সীমিত, ব্যবসা-বাণিজ্য প্রভাবিত, শহরের রাস্তাঘাট বেশিরভাগ সময় ফাঁকা দেখা গেছে।
নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, আন্দোলন শান্তিপূর্ণ হলেও দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য অসুবিধা তৈরি হয়েছে।
জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি জানিয়েছে, দাবিসমূহ পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালানো হবে।
এফপি/রাজ