খুলনা মহানগরীর দৌলতপুরের কার্তিক কূলে ও পশ্চিম পাড়ায় খুটির ঘাট এলাকার দুটি বাড়িতে ফাঁকা গুলি চালিয়ে আতংক সৃষ্টি করেছে সন্ত্রাসীরা। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) অন্ধকারাচ্ছন্ন ভোরে দুই বাড়িতে গুলি করা হয়। এরমধ্যে কুয়েট কর্মচারী হিটুর বাড়িতে ৬ রাউন্ড এবং মাদক ব্যবসায়ী কানা মেহেদির বাড়িতে ৯ রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা। কে বা কারা এইগুলি করেছে এখনো শনাক্ত করতে পারেনি প্রশাসন।
বাড়ির সিসি টিভি ফুটেজে দেখা গেছে, চারটি মোটর সাইকেলে মাথায় হেলমেট পরিহিত বেশ কিছু যুবক বাড়ির প্রধান ফটকের একটু সামনে দাঁড়ায়। মোটরসাইকেল থেকে নেমে কয়েকজন প্রধান ফটক দিয়ে মহসিন লিটুর রুম লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ওই সময় লিটু ফজরের নামাজ আদায় করার জন্য পাশের মসজিদে থাকায় তিনি বেঁচে যান।
জানতে চাইলে দৌলতপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ইসলাম বলেন, কুয়েটের কর্মচারী মহসিন লিটুর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া মেহেদির বাড়িতেও ৯ রাউন্ড গুলি করা হয়। তদন্ত চলছে।
এফপি/অ