কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মানদী থেকে লিটন ঘোষ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা এলাকায় পদ্মা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেই স্থানীয়রা।
বেলা বারোটার দিকে লাশের পরিচয় শনাক্তের পর ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নিয়ে যায় নৌ পুলিশ। নিহত লিটন একই ইউনিয়নের রায়টা ঘোষপাড়া এলাকার মৃত জামরুল ঘোষের ছেলে। তিনি পেশায় কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।
পুলিশ বলছে, লাশের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহীর বাঘায় পদ্মার চরের জমি দখলকে কেন্দ্র করে কাকন ও মন্ডল বাহিনীর মধ্যে হামলা ও গুলির ঘটনা ঘটে। এতে স্থানীয় মিনহাজ মন্ডলের ছেলে আমান মন্ডল (৩৬) ও শুকুর মন্ডলের ছেলে নাজমুল হোসেন (৩৩) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।
আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার জন্য কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত 'কাকন বাহিনী'কে দায়ী করেছেন এলাকাবাসী। এই ঘটনার পর থেকে লিটনও নিখোঁজ ছিল। নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় কয়েকজন বলেন, লিটন কাঁকন বাহিনীর সদস্য ছিলেন। কসমেটিকস ব্যবসার আড়ালে কাঁকনের হয়ে নদীপথে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন লিটন। ধারণা করা হচ্ছে সোমবার দুই গ্রুপের সংঘর্ষের সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নদীতে ফেলে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
তবে এ বিষয়ে নিহতের পরিবারের কেউ কথা বলতে রাজি হয়নি। ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে একাধিক ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি কাঁকন বা মন্ডল বাহিনীর সদস্য।
এফপি/অ