বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর- ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করে বলেছেন, তাঁর ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ঘটেছে। তিনি দাবি করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচন ও গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এ ধরনের সহিংসতা চালানো হচ্ছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানাতে নাটোর জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তব্যে দুলু বলেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তিনি অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় রাজনৈতিক সহিংসতা বন্ধে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।
এফপি/অ