পাবনার আঞ্চলিক সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোক। একই দিনে স্থানীয় ব্যান্ড সংগীতের তিন তরুণ সদস্যের আকস্মিক মৃত্যু এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
নিহতরা হলেন—সুমন (৩৯), পিতা সন্তোষ ঘোষ, সাং গোবিন্দা (সদর উপজেলা); মামুন (৩৭), পিতা হাবিবুর রহমান, সাং রাধানগর (সদর উপজেলা); এবং সানি (৩৪), সাং কাকতাড়া, সাঁথিয়া উপজেলা, পাবনা।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগের দিন তিন তরুণ একসঙ্গে অতিরিক্ত মদ্যপান করে নিজ নিজ বাড়িতে ফেরেন। পরদিন সকালে তাদের শরীর খারাপ হতে শুরু করে। অবস্থার অবনতি হলে পরিবার দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যায়।
পাবনার দু'জনকে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং অপরজন সানিকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তিনজনই মারা যান।
পরিবারের বরাতে জানা যায়, প্রকৃত অসুস্থতার কারণ সম্পর্কে তারা নিশ্চিত নন। বিষাক্ত মদ্যপান নাকি অন্য কোনো রহস্যজনক কারণ—এ নিয়ে এলাকাজুড়ে নানা গুঞ্জন চলছে।
পাবনা সদর থানার ওসি মোঃ দুলাল হোসেন বলেন, “রাত দেড়টা থেকে ভোর তিনটার মধ্যে দু'জনের মৃত্যু হয়। পুলিশ জানার আগেই সুমনের পরিবার তাকে সৎকার সম্পন্ন করে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।”
তিনি জানান, নিহত মামুনের লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
সাঁথিয়া থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, “সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পাই যে সানিও মারা গেছে। তবে তার পরিবার কোনো অভিযোগ করেনি, আমরাও কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি।”
পাবনা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. রফিকুল ইসলাম বলেন, “নিহতদের পরিবার কেউই এ বিষয়ে কথা বলতে চাননি। ফলে চিকিৎসা বা মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।”
একই ব্যান্ডদলের তিন সদস্যের মৃত্যু ঘিরে জনমনে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ। বিষাক্ত মদ, নাকি অন্য কোনো গোপন কারণ—তদন্ত ছাড়া কিছুই স্পষ্ট নয়। ফলে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।
এফপি/জেএস