ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের কইডুবি রেলক্রসিং সংলগ্ন স্থানে একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল নৈশ প্রহরীকে হাত-মুখ বেঁধে বিল্লাল কনস্ট্রাকশনের রাস্তার ঢালাইয়ের কাজে ব্যবহৃত ৪০টি ড্রাম ভর্তি বিটুমিন নিয়ে যায়।
এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি অভিযোগ দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জানা গেছে, পৌরদরের মহিলা কলেজ রোড থেকে বাস্তখোলা সড়ক পর্যন্ত প্রায় ৭ কি.মি. পর্যন্ত রাস্তার কার্পেটিংয়ের কাজের জন্য রেলক্রসিং সংলগ্ন স্থানে ৭০টি বিটুমিন ভর্তি ড্রাম রাখা হয়।
রাত আনুমানিক ১ টার দিকে একটি ট্রাক থেকে ৬/৭ জনের দুর্বৃত্ত দল কিছু বুঝে উঠার আগেই দায়িত্বে থাকা নৈশ প্রহরী আঃ রাজ্জাককে হাত, মুখ বেধে ফেলে। এ সময় দুর্বৃত্ত দল ৪০ টি বিটুমিন ভর্তি ড্রাম ট্রাকে উঠিয়ে নিয়ে যায়।
নৈশ প্রহরী আঃ রাজ্জাক বলেন, আমি পাহারায় থাকা অবস্থায় একটি ট্রাক থেকে ৬/৭ জনের দুর্বৃত্ত দল আমাকে হাত, মুখ বেঁধে ড্রাম ভর্তি বিটুমিনগুলো নিয়ে যায়। আমি আতংকের মধ্যে আছি।
এ ব্যাপারে প্রজেক্ট ম্যানেজার আরিফ হোসেন বলেন, আমার প্রজেক্ট থেকে বিটুমিনের ড্রাম ভর্তি ৪০টি ড্রাম দুর্বৃত্ত দল ট্রাকে উঠিয়ে নিয়ে যায়। এর মূল্য ৬ লক্ষ টাকা বলে জানান তিনি। এ ব্যাপারে ভাঙ্গা থানার এস, আই মশিউর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিবরণ জেনেছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/জেএস