শিল্প নগরী টঙ্গীতে গাজীপুর- ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জরুল করিম রনির সমর্থনে গনমিছিল করেছে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে টঙ্গীবাজার সেনা কল্যান ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় এসে শেষ হয়। এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
এর আগে টঙ্গী অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে দলে দলে নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন টঙ্গী বাজার এলাকায়।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর, মহানগর বিএনপির সদস্য আবুল হাসেম, টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি আকবর হোসেন ফারুক, টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহবায়ক সেলিম কাজল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুল হক সুবেল প্রধান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, যুবদল নেতা আব্দুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা রশিদুল ইসলাম বাবু, সফিকুল ইসলাম হিমেল, ছাত্রদল নেতা সফিকুল ইসলাম রায়হান প্রমূখ।
সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, আগামী (১২ ফেব্রুয়ারী) নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গন জোয়ার সৃষ্টির লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগন ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনগনের প্রত্যক্ষ ভোটে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ।
এফপি/জেএস