নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর উত্তর পাড়ায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে পথচারীদের দীর্ঘ দিনের ভোগান্তি কমাতে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এই কাজ শুরু হয়।
এসময় গণেশপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক রফিকুল ইসলাম, আলহাজ্ব কছির উদ্দিন চৌধুরী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ সাইফুল ইসলাম শান্ত, বাচ্চু, জুয়েল রানা, নয়নসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে গণেশপুর ইউনিয়ন পরিষরে চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) বলেন, ‘চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। রাস্তা, কালভার্ট নির্মাণ থেকে শুরু করে হাট-বাজারের উন্নয়ন—সবক্ষেত্রেই পরিবর্তন আনার চেষ্টা করেছি। তারই অংশ হিসেবে এই আরসিসি ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে। আগামীতেও এর ধারাবাহিতা অব্যাহত থাকবে।’
এফপি/জেএস