নওগাঁর ধামইরহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি জনসমর্থন গড়তে উপজেলা জামায়াতের ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
(১১ ডিসেম্বর) বৃহস্পতিবার ১০টায় উপজেলা ক্রীড়া সংস্থার ধামইরহাট মিনি স্টেডিয়াম থেকে নওগাঁ-২ আসনে জামায়াতের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীদের অংশগ্রহণে কর্মসূচিটি শুরু হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ মিছিলটি আমাইতাড়া মোড়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করে বক্তব্য প্রদান করেন এই আসনের জামায়াতের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক।
কর্মসূচিটিতে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারি সেক্রেটারি মারুফ আহমেদ, ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আমানউল্লাহ, সেক্রেটারি মোঃ রেজোয়ান হোসেন প্রমুখ।
এফপি/জেএস