পিরোজপুরের নেছারাবাদে “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ স্লোগানকে সামনে রেখে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে নেছারাবাদ থানার উদ্যোগে থানার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেছারাবাদ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান। সঞ্চালনা করেন থানার এসআই মো. নাসির হোসেন।
সভায় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (তদন্ত) রাধেশ্যাম সরকার, সাংবাদিক গোলাম মোস্তফা, আতিকুল ইসলাম লিটু, গোলাম আজম আসলাম, সবার আগে বলদিয়া টিমের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিজান। বক্তারা মাদক, বাল্যবিয়ে, ইভটিজিংসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
ওসি মো. মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, “আপনাদের সহযোগিতা নিয়েই স্বরূপকাঠি থেকে মাদক নির্মূল করা হবে। যেখানে অন্যায় দেখা যাবে, সেখানেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধ সংঘটিত হলে সঙ্গে সঙ্গে মোবাইলে ভিডিও ধারণ করে আমাদের জানাবেন। প্রয়োজনে আমাকে সরাসরি মেসেজ দিতে পারবেন।”
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনসাধারণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এফপি/জেএস