গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে নির্বাচনী গণসংযোগ ও মিছিল করেছে ৫৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে টঙ্গীর মিল গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে আশপাশের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে পুনরায় মিলগেট এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৫৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম।
এতে উপস্থিত ছিলেন, অবিভক্ত টঙ্গী থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জামাল উদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের সদস্য আব্দুর রহমান বাবু, আজিজুর রহমান টিপু, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহবায়ক হারুন উর রশিদ, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রশিদ সোহেল, টঙ্গী পশ্চিম থানা যুবদল নেতা সাইফুল, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রশিদ সোহেল, সোহেল আহমেদ, গাজী ইসমাইল হোসেন জনিসহ ৫৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় আবুল হাসেম বলেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ধানের শীষই মানুষের আশা-ভরসা। বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে জনগণই সবচেয়ে বড় শক্তি। আমরা জনগণের পাশে আছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব। এসময় সাধারণ জনগনের কাছে ধানের শীষ প্রতীকের জন্য ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।
এফপি/জেএস