Dhaka, Friday | 12 December 2025
         
English Edition
   
Epaper | Friday | 12 December 2025 | English
হাদিকে দেখতে এসে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস
হাদির অবস্থা আশঙ্কাজনক, রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে
গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘণ্টা আগে ফেসবুকে যা লিখেছিলেন ওসমান হাদী
শিশু সাজিদকে জীবিত উদ্ধার
শিরোনাম:

লঙ্কানদের হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৮:১২ পিএম  (ভিজিটর : ১)

আতিকুরের বোলিং তোপের পর জারিফ ও অদৃতের দায়িত্বশীল ব্যাটিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলকে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়েছে জুনিয়র টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।

সিরিজ নির্ধারণী ম্যাচে ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। যদিও রান তাড়ায় শুরুটা সুখকর ছিল না। দলীয় ১ রানেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন ওপেনার নাইম। তবে দ্বিতীয় উইকেটে জারিফ ও কাউসার ৬৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন।

কাউসার ৩০ রানে ফিরলেও ফিফটি তুলে নেন জারিফ। ৫১ বলে ৫১ রান করে আউট হন তিনি। এরপর রাকিবুল রানের খাতা খোলার আগেই বিদায় নিলে কিছুটা চাপে পড়ে দল। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন অদৃত ঘোষ। ৭৭ বলে ৫৪ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। শেষদিকে আকাশ রায় (৩৩) ও জুনায়েদ হোসেন অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশি পেসার আকাশের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। ৪৫.১ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। মাত্র ২১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন আকাশ। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন সানুল ওয়েরারাত্নে। এছাড়া হিরুন মাথিশা ৩৭ রান করলেও বাকিরা ছিলেন ব্যর্থ।

সিরিজের প্রথম ম্যাচে ৭৮ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিতে সমতায় ফিরেছিল শ্রীলঙ্কা। শেষ ম্যাচটি জিতে ট্রফি ঘরে তুলল বাংলাদেশের যুবারা।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝