অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ সান ম্যামেসে একের পর এক আক্রমণের পরও কাঙ্ক্ষিত গোলের দেখা মিলল না পিএসজির। বল দখল, শটসহ সবকিছুতেই প্রতিপক্ষের ওপর কর্তৃত্ব দেখালেও শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লুইস এনরিকের দলকে। অন্যদিকে জ্বলে উঠল আর্সেনাল। ক্লাব ব্রুগের মাঠে ননি মাদুয়েকের জোড়া গোল আর মার্টিনেল্লির লক্ষ্যভেদে ৩-০ ব্যবধানে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ল প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি।
গতকাল রাতে ম্যাচের শুরু থেকেই বিলবাওকে চাপে রাখে পিএসজি। প্রথমার্ধে আক্রমণ ছিল এলোমেলো, তবে দ্বিতীয়ার্ধে খভুচা কাভারাস্খেলিয়া, গঞ্জালো রামোস ও ফ্যাবিয়ান রুইজরা বেশ কয়েকটা ধারালো আক্রমণ গড়েন।
পুরো ম্যাচে বল দখলে পিএসজির প্রভাব ছিল ৭১ শতাংশ। মোট ১৭টি শটের মধ্যে ৮টি ছিল লক্ষ্যে।
বিপরীতে বিলবাওয়ের ৮ শটের একটিও ছিল না টার্গেটে।
শেষ পর্যন্ত গোল না পেয়ে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয়বার পয়েন্ট হারানো। লিগ আঁতেও মোনাকোর কাছে হেরে হারিয়েছে শীর্ষস্থান।
চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় অবস্থানে পিএসজি।
এদিকে রাতের অপর ম্যাচে ব্রুগের মাঠে নেমেই আক্রমণের ঝড় তোলে আর্তেতার দল।
২১ মিনিটের মাথায় ইনকাপিয়ের প্রচেষ্টা ফিরলেও বেশি অপেক্ষা করতে হয়নি গানারদের। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে দলকে এগিয়ে দেন ননি মাদুয়েকে। বিরতির আগ পর্যন্ত ব্রুগও বেশ কয়েকটি আক্রমণ সাজায়, তবে সবই রুখে দেন ডেভিড রায়া।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও আলো ছড়ান মাদুয়েকে। জুবিমেন্দির ক্রসে হেড করে নিজের জোড়া গোল তুলে নেন। জুলাইয়ে চেলসি থেকে যোগ দেওয়ার পর এটি তার তৃতীয় গোল।
এর কিছুক্ষণ পরই ব্যবধান বাড়ান মার্টিনেল্লি। ডি বক্সের বাইরে থেকে নেওয়া জোড়াল শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচে গোল করে আর্সেনালের ইতিহাসেই নতুন অধ্যায় লিখলেন তিনি।
গ্রুপ পর্বে একমাত্র দল হিসেবে সব ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল।
১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন, আর সমান ১৩ পয়েন্ট নিয়ে তিন থেকে পাঁচে রয়েছে পিএসজি, ম্যানচেস্টার সিটি ও আতালান্তা।
এফপি/অ