খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নারী জাগরণের অগ্রদূত, সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে “বেগম রোকেয়া দিবস-২০২৫” পালিত হয়েছে।
(৯ ডিসেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল প্রাঙ্গণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বেগম রোকেয়ার জীবন, দর্শন এবং নারীমুক্তির সংগ্রামে তাঁর অবদান গভীরভাবে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। তাঁর বক্তব্যে তিনি বলেন, “বেগম রোকেয়া শুধু একজন সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী সমাজ সংস্কারক। সমাজের গোঁড়ামি ও কুসংস্কারের বেড়াজাল ছিন্ন করে তিনি নারী শিক্ষাকে অপরিহার্য হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তাঁর দেখানো পথে হেঁটে আমাদের উচিত নারী- পুরুষ নির্বিশেষে একটি উন্নত ও প্রগতিশীল সমাজ নির্মাণে আত্মনিয়োগ করা”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজলাল কলেজ, খুলনার উপাধ্যক্ষ প্রফেসর ড. এফ.এম. আঃ রাজ্জাক, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি.এম. ইকরামুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোকেয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আব্দুল ওয়াকিল।
আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। আলোচনা শেষে, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের আত্মার শান্তি কামনায় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রোকেয়া হলের সহকারী প্রভোস্টগণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন।
এফপি/জেএস