Dhaka, Tuesday | 9 December 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 9 December 2025 | English
মদ বিক্রি শুরু করলো সৌদি আরব
আজ বেগম রোকেয়া দিবস
কেমন থাকবে আজকের আবহাওয়া
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
শিরোনাম:

কাল শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’, উদ্বোধন করবেন উপদেষ্টা ফারুকী

প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম  (ভিজিটর : ৩৪)

আগামীকাল ১০ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে প্রথমবারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। মেলাটি অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে। ১০ ডিসেম্বর বিকেল ৪টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও বিশিষ্ট নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। মেলা চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।

আজ ৯ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজয় বইমেলা উদযাপন জাতীয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ও গ্রন্থিক-এর প্রকাশক রাজ্জাক রুবেল।

আয়োজকরা জানান, এবারের মেলায় প্রায় দেড় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলা প্রাঙ্গণ প্রতিদিন সহস্রাধিক পাঠক, লেখক ও সংস্কৃতিপ্রেমীর পদচারণায় মুখর থাকবে বলে আশা করা হচ্ছে। পরিবার ও শিশু-কিশোরদের জন্যও মেলায় বিশেষ ব্যবস্থা থাকবে। সংবাদ সম্মেলন শেষে লটারির মাধ্যমে অংশগ্রহণকারী প্রকাশনীগুলোর স্টল নম্বর ঘোষণা করা হয়।

বইমেলার পাশাপাশি মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য দুটি পৃথক মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বর্ধমান হাউজ সংলগ্নে স্থাপন করা হয়েছে ‘বিজয় মঞ্চ’। এছাড়া রয়েছে ‘নজরুল মঞ্চ’। এসব মঞ্চে নিয়মিত ‘যুক্তি-তক্কো-গপ্পো’ এবং ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। থাকবে সাংস্কৃতিক পরিবেশনা এবং লেখক-পাঠক-প্রকাশকদের মধ্যে আলাপচারিতা। ছুটির দিনগুলোতে থাকছে বিশেষ আয়োজন। এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের চলচ্চিত্র প্রদর্শনী, নাটক এবং সংগীতানুষ্ঠান। এছাড়া র‍্যাফেল ড্র এবং শিশু-কিশোরদের জন্য বিশেষ কর্মশালার আয়োজনও থাকবে।

এবারের মেলায় পাঁচটি বিশেষ স্মৃতি পুরস্কার ঘোষণা করেছে আয়োজক কমিটি। পুরস্কারগুলো হলো— বীর প্রতীক তারামন বিবি স্মৃতি পুরস্কার, দীপন স্মৃতি পুরস্কার, শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীন স্মৃতি পুরস্কার, মোহাম্মদ সুলতান স্মৃতি পুরস্কার এবং রিয়া গোপ স্মৃতি পুরস্কার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক, একুশে পদকপ্রাপ্ত লেখক হাসনাত আবদুল হাই, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সভাপতি রেজাউল করিম বাদশা।

সংবাদ সম্মেলনে ‘বিজয় বইমেলা উদযাপন জাতীয় কমিটি’র আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়। এই কমিটি আগামী বছর আন্তর্জাতিক চিলড্রেনস বুক ফেয়ার এবং সার্ক বইমেলা আয়োজনের পরিকল্পনা করছে। এছাড়া ৬৪ জেলায় বইমেলা এবং স্কুল-কলেজ পর্যায়ে বইমেলা আয়োজনের পরিকল্পনাও তাদের রয়েছে। মেলার সব তথ্য ফেসবুক পেজ ও মেলার ওয়েবসাইটের ‘সংবাদ ও আপডেট’ বিভাগে পাওয়া যাবে।

বিজয় বইমেলা উদযাপন জাতীয় কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, লেখক আলতাফ পারভেজ, ঐতিহ্যের প্রকাশক আরিফুর রহমান নাইম এবং ইউপিএল-এর প্রকাশক মাহরুখ মহিউদ্দিন।

কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন ধ্রুবপদ-এর প্রকাশক মো. আবুল বাশার ফিরোজ। যুগ্ম সমন্বয়কারী হিসেবে রয়েছেন সঞ্চিতা-এর প্রকাশক মো. মনিরুজ্জামান খান এবং গ্রন্থিক-এর রাজ্জাক রুবেল। এছাড়া ভেনু ম্যানেজমেন্ট, নিরাপত্তা, মিডিয়া ও পাবলিক রিলেশনসহ বিভিন্ন উপ-কমিটিতে প্রকাশনা জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ দায়িত্ব পালন করবেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝