চট্টগ্রামে আবদুর রহমান মিয়া নামে কারাবন্দি এক আওয়ামী লীগের নেতা মারা গেছেন। তিনি চট্টগ্রাম সিটির ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। শনিবার সকালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আবদুর রহমান মিয়া নগরের পূর্ব মহুরী পাড়ার বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাচেস্টা ও বিস্ফোরক আইনের মামলায় গত ৩ মাস আগে গ্রেপ্তার হয়ে কারাবন্দি ছিলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ফুসফুস ক্যান্সার ও নানাধরণের শারিরিক জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, আসামি আবদুর রহমান মিয়া কারাগারে আসার আগে থেকেই ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। তিনি দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ গত ২৬ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে আবারও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার তিনি মারা গেছেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
আবদুর রহমান মিয়া পরিবারের সদস্য আবদুর রাজ্জাক বলেন, ‘মিথ্যা মামলায় আবদুর রহমান মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। গত ৩ মাস ধরে নানাভাবে চেষ্টা করা হয় জামিনের। কিন্তু নির্মম অমানবিক বিচারবিভাগ ক্যান্সার আক্রান্ত মানুষটাকে জামিন দেয়নি। শারিরিক অসুস্থতার মধ্যে তিনি স্ট্রোক করলে গত ৩ দিন আগে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। তবুও জামিন দেওয়া হয়নি, আজ সকালে তিনি ইস্তেকাল করেন।’
গত বছরের ১৭ নভেম্বর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা পুলিশ হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় আবদুর রহমানকে গ্রেপ্তার করে। তারপর থেকেই তিনি কারাগারে বন্দি ছিলেন। ২৪ ডিসেম্বর তাকে প্রথম কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরিক্ষা করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হলে গত ১৮ জানুয়ারি তাকে হাসপাতাল থেকে কারাগারে স্থানান্তর করা হয়। পরে অসুস্থ হলে তাকে ফের ২৬ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
এফপি/এমআই