Dhaka, Saturday | 31 January 2026
         
English Edition
   
Epaper | Saturday | 31 January 2026 | English
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪.২৬ কোটি টাকার রপ্তানি আদেশ
বিশ্বকাপ থেকে কি সরে দাঁড়াচ্ছে পাকিস্তান
সারাদেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য
বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল পতন, দুই দিনে কমলো ৮০ হাজার টাকা
শিরোনাম:

মাদক ও সন্ত্রাসমুক্ত নতুন খুলনা গড়ার অঙ্গীকার- মঞ্জু

প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:৪৯ পিএম  (ভিজিটর : ৭৭)

২ ফেব্রুয়ারী  বিএনপির চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান খুলনা বিভাগের তিনজেলা নিয়ে নির্বচনী জনসভায় বক্তব্য রাখবেন উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জনসভায় চেয়ারম্যান তিনজেলাসহ মহানগীর ধানের শীষের সকল প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন এবং খুলনাসহ অত্র অঞ্চলের উন্নয়নের কথা বলবেন।

তারেক রহমান এর আগমন উপলক্ষে যে ঢেউ শুরু হবে, সেটি আমাদের নির্বাচনের শেষ কাজগুলো সমাপ্ত হবে। এছাড়া আমরা মানুষের জন্য যে কাজ করেছি, তা উনি চলে যাওয়ার পরও চলমান থাকবে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শেখপাড়া সৃজনী শিশুশিক্ষা শিক্ষালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে নির্বচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। এসময় প্রধান শিক্ষক আতিকুর রহমান রুম্মান, ডালিয়া রহমান, আছিয়া খাতুনসহ অন্যন্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় ১৭ নম্বর ওয়ার্ডের হাফিজনগর হয়ে হাসান বাগ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। সকাল সাড়ে ১১টায় ২১ নম্বর ওয়ার্ডের ক্লে রোড হ্যানিম্যান মার্কেট, হেরাজ মার্কেট, স্বর্ণ পট্টিসহ বিভিন্ন মার্কেট সমুহে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, আমরা মানুষের ঘরে ঘরে যেয়ে চেয়ারম্যানের দেয়া বার্তা পৌছে দিতে চাই। নির্বাচনে বিএনপির পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ ষ্ফু:তভাবে গণসংযোগে এগিয়ে আসছে।

আমাদের অভ্যাত্থর্না জানাচ্ছে। আমাদের নিয়ে যার যার এলাকায় গণসংযোগ করছে। মানুষ বিএনপিকে ভালবাসে, এটি বিএনপির শহর এবং এই অঞ্চলের মানুষ বিএনপি পাগল। আসন্ন নির্বাচনে তাইতো বিএনপির প্রতি আগ্রহ বেশী। বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, সামর্থ্য আছে। এই বিএনপি জনগনের অধিকার আদায়ের জন্য দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছে। আর এ কারণে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আমরা ততই জনগনের স্ফু:ত সাড়া পাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান বিভাগীয় শহর খুলনাকে মাদকমুক্ত সমাজ এবং নিরাপদ নতুন খুলনা গড়ে তুলবেন।
      
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, অধ্যাপক অরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, হাসানুর রশিদ মিরাজ, শের আলম সান্টু, ইকবাল হোসেন খোকন, ইউসুফ হারুন মজনু, আনোয়ার হোসেন, আতিকুর রহমান তিতাস, শামসুজ্জামান চঞ্চল, আবু সাঈদ শেখ, আকরাম হোসেন খোকন, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, জামাল তালুকদার, ফারুক হোসেন, সাইফুল বকসি, ওহেদুজ্জামান খসরু, শামীম খান, আনিসুর রহমান আরজু, মাহবুব হোসেন, সিদ্দিকুর রহমান সহ  বিএনপি থানা, ওয়ার্ড, অঙ্গদলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝