বাংলাদেশে যে দলগুলো আছে সেই দল গুলোকে দুই ভাগে ভাগ করতে পারবেন না আপনারা। যারা আল্লাহর আইনের পক্ষে ও কুরয়ান সুন্নাহ আইনের পক্ষে আছে এরা সব আল্লাহ দল।
আর যারা আল্লাহর আইনের পক্ষে নাই যারা শরিয়তের আইনের পক্ষে নাই সেগুলো যে নামেই থাকুক না কেন সেগুলো শয়তানের দল। কুরআন কে জাতীয় সংসদে নিয়ে যেতে হবে। আগামী ১২ তারিখে কুরআন যাবে, না মানব রচিত মতবাদ যাবে জাতীয় সংসদে সেটার পরীক্ষা হয়ে যাবে।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় জয়পুরহাটে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এর আগে একই দিন বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন ও বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট - ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাইদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এ সময় আগামী ১২ তারিখে সংসদ নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সরকার গঠনের আহবান জানান অন্যান্য নেতৃবৃন্দরা।
এফপি/জেএস