বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকা থেকে নিখোঁজ হওয়ার ১১ দিন পর দুই যুবক নিরাপদে দেশে ফিরে এসেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে সীমান্ত পেরিয়ে তারা নিজ দেশে ফেরেন। ফেরত আসা দুজন হলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেরারকুল এলাকার মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ শরিফ উদ্দিন (১৭) ও একই এলাকার যুবক মোহাম্মদ সায়মন (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেরারকুল এলাকার ৪৬ নম্বর সীমান্ত পিলারের কাছে ফুলঝাড়ু কাটতে গেলে তারা নিখোঁজ হন। পরবর্তীতে বিভিন্ন সূত্রে জানা যায়, মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। ঘটনার পরপরই এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। নিখোঁজ দুই যুবকের সন্ধান ও উদ্ধারের দাবিতে গত ২৭ জানুয়ারি এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘদিন ধরে তাদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ আরও বাড়তে থাকে। অবশেষে ১১ দিন পর দুই যুবক দেশে ফিরে আসায় স্বস্তি ফিরে এসেছে পরিবার ও এলাকাবাসীর মধ্যে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিখোঁজ দুই যুবক নিরাপদে দেশে ফিরেছেন। বিষয়টি আমরা নিশ্চিত করেছি এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
পরিবারের সদস্যরা জানান, দেশে ফেরার পর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাদ্রাসা শিক্ষার্থী শরিফ উদ্দিন জানান, আটক অবস্থায় তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। তিনি বলেন, “আমাদের চোখ বেঁধে রাখা হয়েছিল। ভয়ভীতি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। খুবই কষ্টের সময় কেটেছে।”
দীর্ঘ অপেক্ষার পর প্রিয়জনদের ফিরে পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এফপি/জেএস