আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঘোষণা করা হবে।
এদিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তফসিল ঘোষণা করবেন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
এদিন বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার।
ভাষণ রেকর্ডের পর সব কমিশনারকে নিয়ে সিইসি বৈঠক করেন। বৈঠক শেষে সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানান।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সাক্ষাৎ করে।
সাক্ষাতের পর ইসি সচিব আখতার হোসেন জানান, রাষ্ট্রপতি তপশিল প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতির কৌতূহল আউট অফ কান্ট্রি ভোট বিষয়ে ছিল এবং নির্বাচন কমিশন তা নিয়ে এগিয়ে যাচ্ছে। অর্থবহ নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্রপতির তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।
এফপি/এমআই