গাইবান্ধার সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে মত বিনিময় করেছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কলেজের হলরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ মতবিনিময় সভা করেন।
সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী জাফর এজাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক এসএম জাহাঙ্গীর, প্রভাষক গোলাম সারোয়ার, প্রভাষক আব্দুল লতিফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন সরকার মিলন, বিএনপি নেতা শামসুজ্জামান প্রামাণিক তনু, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আরাফাত উল ইসলাম, বিএনপি নেতা শেখ আলী আজাদ প্রমুখ।
মত বিনিময় কালে অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম বলেন, ‘সুন্দরগঞ্জের শিক্ষার মান আরও উন্নত করতে আমি কাজ করতে চাই। যদি জনগণ আমাকে নির্বাচিত করেন, তাহলে কলেজের অবকাঠামো আরও উন্নয়ন করা হবে। ল্যাব, লাইব্রেরি ও ক্লাসরুমের সুবিধা বাড়ানো হবে। শিক্ষকদের সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণের বিষয়গুলো গুরুত্ব দেওয়া হবে। ভালো শিক্ষা পেলে আমাদের সন্তানরাই সুন্দরগঞ্জকে আরও এগিয়ে নেবে—আমি সেই লক্ষ্যেই কাজ করতে চাই।’
মতবিনিময় সভায় সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের শিক্ষক সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এফপি/জেএস