সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা হতে অস্ত্র- গোলাবারুদ সহ জিম্মি থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম- উল- হক এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের শিবসা নদীর ছোট ডাগরা খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রাখে । কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৭ রাউন্ড ফাঁকা কার্তুজসহ জিম্মি থাকা ৮ জন জেলেকে উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত জেলেরা হলে ৪ নং কয়রার দেসার আলীর পুত্র আতিয়ার(২৮), এক গ্রামের আবু সাঈদ গাজির ছেলে আবুৱ খায়ের গাজি(২৪), মৃত মাদার আলীর পুত্র মকছেদ আলী(৫০), গনি হাওলাদার এর পুত্র মিজানুর রহমান (৩৭), যাবদ রপ্তান এর পুত্র কৃষ্ণপদ রপ্তান (৪৫), অগর মন্ডল এর পুত্র সুগদেব মন্ডল (২৭), মহারাজপুর গ্রামের মৃত মালেক ঢালীর পুত্র মোশারফ হোসেন ঢালী(৬০), একই গ্রামের মৃত সবেদ আলী গাজির পুত্র জলিল গাজি (৩৫)।
উদ্ধারকৃত জেলেরা জানান, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ৭ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল।
উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এফপি/জেএস