বান্দরবান জেলাধীন নাইক্ষ্যংছড়ি উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ অভিযানে ছয় জন মিয়ানমার নাগরিককে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ বাইশফাঁড়ী বিওপির একটি টহলদল এ অভিযানে অংশ নেয়।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাই করছে না বরং মাদক, অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
বিজিবি সূত্রে জানা যায়, দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৬ থেকে প্রায় ৫০ গজ ভেতরে চাকমাপাড়া এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করায় ছয়জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের মংডু জেলার মেদাইক এলাকার বাসিন্দা বলে স্বীকার করে। আটক ব্যক্তিরা হলেন— মংফুতাই তংচংঙ্গা (৩০), কালু তংচংঙ্গা (২৬), মুচা তংচংঙ্গা (৪৫), মংচিউ তংচংঙ্গা (৩০), ভেট্টিয়া তংচংঙ্গা (২৫) ও ইতুয়াইন তংচংঙ্গা (১৭)। এদের সবার ঠিকানা—গ্রাম ও পোস্ট: মেদাইক, থানা: মেদাইক, জেলা: মংডু, মিয়ানমার।
বিজিবি সুত্রে আরও জানা যায়, আটক মিয়ানমার নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে মামলা দিয়ে তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, বিজিবি কর্তৃক আটক ছয় মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নিয়মিত মামলা নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় বিজিবির সজাগ অবস্থানের ফলে অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান কমেছে। এতে সীমান্তবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য বজায় রেখে আসছে।
এফপি/জেএস