গত ১৬ বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে বিএনপির সাথে কোন রাজনৈতিক ও সামাজিক শক্তি পাশে ছিল না। এমন মন্তব্য করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার লোকনাথপুর হেলিপ্যাড মাঠে এক জনসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার, মানবাধিকার, আইনের শাসন এবং গণমাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াই এককভাবে বিএনপিই শুরু করেছিল। গণঅভ্যূত্থানের পর আমাদের নেতা তারেক রহমান কিংবা জাতীয়তাবাদী দল একদিনের জন্যও সেই কৃতিত্ব দাবি করেনি। তবে এটিই শ্বাশত সত্য।
বিএনপি নেতা অমিত আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে অস্বচ্ছল প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। কর্মক্ষেত্রে প্রবেশের একমাত্র যোগ্যতা হবে মেধা। যেখানে রাজনৈতিক কিংবা ধর্ম পরিচয় মূখ্য হবে না। কৃষকদের জন্য কৃষি কার্ড হবে, পুনরায় খাল খনন করা হবে, স্বাস্থ্য সেবা নিশ্চিতে মোবাইল হাসপাতাল হবে, ক্রীড়াঙ্গণ সচল হবে এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে।
জনসভাটি সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, বিজিএমইএ-এর প্রেসিডেন্ট ও চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল হাসান তনু ও দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট।
এফপি/জেএস