পাবনার স্থানীয় দৈনিক এর তালিকায় যুক্ত হলো আরো একটি সংবাদপত্র দৈনিক পাবনার সময়। (১০ডিসেম্বর) বুধবার সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই, যুগান্তর এর স্টাফ রিপোর্টার আখতারুজ্জামান আখতার এর সভাপতিত্বে, দৈনিক স্বদেশ প্রতিদিন এর পাবনা জেলা প্রতিনিধি শিশির ইসলাম এর সঞ্চালনায় পত্রিকাটির প্রকাশনা উৎসব এর মধ্য দিয়ে আত্মপ্রকাশ হলো সময়ের বাস্তবতায় শ্লোগানে যাত্রা শুরু করলো দৈনিক পাবনার সময়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিৎ নাগ, অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস, পাবনা টিটিসির অধ্যক্ষ মোঃ মকসেদুর আলম পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক আঁ খিনুর ইসলাম রেমন, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা ট্রাক মালিক গ্রুপ সভাপতি মোজাম্মেল হক কবির, রানা গ্রুপ চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা ।
অনুষ্ঠানে বক্তারা বলেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও পাবনার সমস্যা সম্ভাবনার পাশাপাশি ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করবে সেইসাথে প্রকৃত পেশাদার সাংবাদিকদের মাধ্যমে পত্রিকাটি পরিচালিত হবে বলে আমরা আশাবাদী তারা আরো বলেন, সময়ের বাস্তবতায় দৈনিক পাবনার সময় এর প্রকাশনা পাঠকের কাছে গ্রহনযোগ্যতা অর্জনে একটি নতুন দিগন্তের উন্মোচন হলো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্রিকার প্রকাশক শিলা খাতুন, সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, সহযোগী সম্পাদক মনিরুজ্জামান শিপন, আমন্ত্রণিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সুশীল তরফদার, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সুইট, সদস্য জি কে সাদী, নরেশ মধু, সাথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু দায়েন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মন্টু, দৈনিক যুগান্তর সুজানগর উপজেলা প্রতিনিধি আব্দুল আলিম রিপন, সাপ্তাহিক দেশ বিবরন এর আব্দুস সাত্তার মিয়া, কাশিনাথপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর, নতুন চোখ এর প্রকাশক এস এম আলম, দৈনিক পাবনার বাণীর সম্পাদক, আসাদুজ্জামান মিলন সম্পাদক, দৈনিক সিনসার নির্বাহী সম্পাদক আমিনুর রহমান খান, পাবনা সাংবাদিক ফোরামের আহবায়ক হাসান আলী, আজকের দর্পন এর পাবনা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স, সাবেক বিসিক পরিচালক জগলুল হক, সাংবাদিক এম এ সালাম, নারী উদ্যোক্তা সোনিয়া খাতুন প্রমুখ।
এফপি/জেএস