মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় উদ্ধার করা হয় ১৫৫ পিস ইয়াবা, প্রায় ২০০ গ্রাম গাঁজা, ৫টি মোবাইল ফোন, ৩টি দেশীয় ধারালো অস্ত্র এবং মাদক বিক্রির ৪৪ হাজার টাকা।
বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গজারিয়া আর্মি ক্যাম্পের টহল দল ও গজারিয়া থানা পুলিশের সমন্বিত টিম ইমামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়।
এ সময় জষ্ঠিতলা এলাকা থেকে মামুন মিয়া (৫৫) এবং ভাটেরচর এলাকা থেকে আমজাদ হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়।
দুজনই গজারিয়ায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, 'মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী বদ্ধপরিকর। অবৈধ মাদক, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় জনগণের কাছে যেকোনো সন্দেহজনক তথ্য নিকটস্থ থানায় ও সেনা ক্যাম্পে জানানোর আহবান জানান পুলিশের এই কর্মকর্তা।
এফপি/অ