রাঙামাটিতে নাগরিক প্ল্যাটফর্ম এর প্রাক-নির্বাচনী উদ্যোগে আঞ্চলিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বড়াদম এলাকায় একটি রিসোর্টে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নাগরিক প্ল্যাটফর্মের আহবায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ও মুস্তাফিজুর রহমান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের জন্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উক্ত পরামর্শ সভায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও চুক্তির পুনঃমূল্যায়ন, এলাকায় শান্তি প্রতিষ্ঠা, ভূমি কমিশন কার্যকর, হ্রদ খনন, নির্বাচন কমিশন যাতে কঠোর হাতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, নিরপেক্ষতা বজায় রাখা, প্রার্থীর ক্ষেত্রে না ভোট প্রদানের বিধান রাখা, দেশ বিরোধী দলকে নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন অংশগ্রহণকারীরা।
সভা শেষে সিপিডি'র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশ একটা দোলাচলের মধ্যে রয়েছে, একদিকে ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন আমরা চেয়েছি, সেই পরিবর্তনগুলোকে টেকসই করার ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে প্রয়োজনীয়তা, তফশিল ঘোষণার মাধ্যমে আমরা সেই প্রক্রিয়ার মধ্যে ঢুকছি। ভীতিমুক্ত ভোটার, প্রভাবমুক্ত প্রশাসন এবং সক্ষম আইনপ্রয়োগকারী সংস্থার দৃশ্যমান চিত্র আমরা এখনো দেখতে পারছি না। আস্থা সৃষ্টি করার জন্য বর্তমান সরকার থেকে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবেন এটাই আমাদের প্রত্যাশা।
সিপিডি'র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, রাঙামাটি দেশের একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে অনেক সমস্যা রয়েছে, যেগুলো সকলের সাথে আলোচনা করে, কৃষ্টি কালচারের প্রতি সম্মান রেখে নীতি নির্ধারণ করতে হবে। এটি একটি রাজনৈতিক সমস্যা, সেটাকে সেই বিবেচনায় সমাধান করতে হবে। আগামীর সরকার যাতে এই সমস্যাকে তাদের নির্বাচনী ইশতিহারে থাকে তার জন্য কাজ করা হবে। মোট কথা আগামীর বাংলাদশে কোন নাগরিক পিছিয়ে থাকবে না।
এফপি/অ