Dhaka, Thursday | 11 December 2025
         
English Edition
   
Epaper | Thursday | 11 December 2025 | English
বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ আখ্যা, বিএনপির নিন্দা
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে
কাল থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৩:১৬ পিএম  (ভিজিটর : ৪)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ- ৩(কোটালীপাড়া - টুঙ্গিপাড়া) আসনে কোটালীপাড়া উপজেলার একই বংশ, একই গ্রামের দুই নেতা দুটি রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়েছেন। ইতিমধ্যে এই রাজনৈতিক দল দুটি তাদের দুজনকে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
 
এই দুই প্রার্থী হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি গ্রামের মৃত দলিল উদ্দিন দাড়িয়ার ছেলে ও গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বশার দাড়িয়া বাসু এবং একই গ্রামের মো: সিদ্দিক দাড়িয়ার ছেলে ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো: আরিফুল দাড়িয়া।

জানাগেছে, গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া -টুঙ্গিপাড়া) আসনে সম্প্রতি গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বশার দাড়িয়া বাসুকে প্রার্থী করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি। প্রার্থী ঘোষণা পর থেকেই আবুল বশার দাড়িয়া বাসু দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করতে দেখাগেছে।

অপরদিকে, গতকাল বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া- টুঙ্গিপাড়া) আসনে প্রার্থী হিসেবে মোঃ আরিফুল দাড়িয়ার নাম ঘোষণা করেন। এ ঘোষণার পরেই উপজেলা জুড়ে বিষয়টি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।

মাঝবাড়ি গ্রামের সমাজসেবক রেয়াজুল দাড়িয়া বলেন, একই বংশ, একই গ্রামে দুই জন এমপি প্রার্থী এটা আমাদের সৌভাগ্য। আমাদের দাড়িয়া বংশ হতে আমার জানামতে এই প্রথম এমপি পদে দাড়িয়েছে। তবে একজন প্রার্থী হলে ভালো হতো।

একই গ্রামের বাসিন্দা নার্গিস বেগম বলেন, শুনেছি আমাগো গ্রাম থেকে দুই জনে নির্বাচন করবে। আমরা যারে ভালো ও যোগ্য মনে করবো তারে ভোট দিবো।

গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বশার দাড়িয়া বাসু বলেন, ‘যেকোনো দলের প্রার্থী হয়ে যে কেউ নির্বাচন করতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। একই গ্রামের দুইজন নয়, পাঁচজনও প্রার্থী হয়ে আসতে পারে, আমার দল আমাকে প্রার্থী করেছেন। আমি দীর্ঘ দিন ধরে জনতার কাছে গিয়ে গণসংযোগ করে আসছি। আশা করছি ভালো কিছু হবে।’

জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মো: আরিফুল দাড়িয়া বলেন, ‘দল আমাকে তাদের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আমি এলাকায় প্রচারণা শুরু করেছি। একই গ্রামে দুই জন প্রার্থী এতে আমার নির্বাচনে কোন প্রভাব পড়বে না।’

উল্লেখ্য: গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে এই দুই প্রার্থী ছাড়াও বিএনপির মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও গোপালগঞ্জ জামায়াতে ইসলামীর জেলা আমির এম এম রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মারুফ শেখকে গণসংযোগ করতে দেখা গেছে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝