“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা এবং কালীগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে একটি র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নারীর অধিকার, নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে র্যালিটি বিশেষ তাৎপর্য বহন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।
জাতীয় মহিলা সংস্থার দায়িত্ব প্রাপ্ত উপজেলা কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক আফসানা আক্তারসহ আরও অনেকে।
বক্তারা নারীর স্বাবলম্বিতা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজে সহিংসতার বিরুদ্ধে সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে “বেগম রোকেয়া ও নারীর ক্ষমতায়ন” শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
এদিকে একই দিন একই স্থানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ দিবসও পালন করা হয়। বক্তারা দুর্নীতিমুক্ত প্রশাসন ও সুশাসন প্রতিষ্ঠায় সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
এফপি/জেএস