পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ের অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাদ্য বিক্রির অভিযোগে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১ থেকে ১টা পর্যন্ত উপজেলার দক্ষিণ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এসময় কাউখালী থানা পুলিশের একটি টিম তাকে সহযোগিতা করবেন।
জানা গেছে, কাউখালীর দক্ষিণ বাজারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফার্মেসি, মিষ্টি ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে স্বর্নচুরা মিস্টির দোকানে ২ হাজার টাকা, সোহান মেডিকেল হলকে ২ হাজার টাকা, রাজিব স্টোরকে ১ হাজার ৫শত টাকা, সোহান ব্রাদার্সকে ১ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, কাউখালীর দক্ষিণ বাজারে পণ্যের মান তদারকির সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে চার ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এফপি/অ