Dhaka, Thursday | 11 December 2025
         
English Edition
   
Epaper | Thursday | 11 December 2025 | English
বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ আখ্যা, বিএনপির নিন্দা
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে
কাল থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

আপেল হওয়া বারণ, জয়া আহসানের

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২:৪৯ পিএম  (ভিজিটর : ৩)

সবসময়ই নতুন কোনো উপস্থাপনা বা লুক দিয়ে দর্শকদের চমকে দেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় দক্ষতা ও সৌন্দর্যের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি নিয়মিত সক্রিয়। এবারও ব্যতিক্রম হলো না একদম নতুন স্টাইলিশ অবতারে হাজির হয়ে আবারও আলোচনায় এলেন তিনি।

জয়া আহসান তার সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে তার ফ্যাশন রূপ ছিল সম্পূর্ণ আলাদা। ছবিতে দেখা যায়, তিনি পরেছেন পাথরের নকশা করা গাঢ় লাল রঙের ব্লাউজ, যার সঙ্গে মানিয়েছে ধূসর জিন্স। ঐতিহ্যবাহী ও আধুনিক স্টাইলের এই মিশ্রণে অভিনেত্রীকে এক নতুন আভায় দেখা গেছে।

এই সাজে কপালে লাল টিপ, খোঁপায় লাল-সাদা গোলাপ এবং চোখে রোদচশমা তাকে দিয়েছে আরও আভিজাত্যের ছোঁয়া। হাতে ছিল পাথরের চুড়ি ও বালা, যা পুরো লুককে করেছে আরও নান্দনিক। তবে সবচেয়ে মনোযোগ কেড়েছে তার হাতে থাকা লাল আপেলটি।

ছবিগুলোতে জয়াকে কখনও আপেল হাতে ধরে, কখনও মাথায় রেখে ব্যালেন্স করে, আবার কখনও ঠোঁটের কাছে ধরে পোজ দিতে দেখা গেছে। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন—“আপেল হয়ো না।”

ছবি প্রকাশের পর মুহূর্তেই মন্তব্য বাক্সে ভক্তদের প্রশংসা জমতে শুরু করে। কেউ জয়ার লুক দেখে লিখেছেন, ‘অসাধারণ।’ কেউ ভালোবাসা জানিয়ে মন্তব্য করেছেন, ‘লাভ অফ মাই লাইফ।’ আবার বহু ভক্ত মজার ছলে লিখেছেন, ‘পুরো আগুন! সবাই পানি নিয়ে এসো।’

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝