| শিরোনাম: |

শেষ হলো আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম মৌসুম। রোববার রাতে সালমান খানের সঞ্চালনায় হয় এবারের মৌসুমের গ্র্যান্ড ফিনালে। এবার ট্রফি জিতেছেন ছোট পর্দার অভিনেতা গৌরব খান্না। সঙ্গে ঘরে তুললেন ৫০ লাখ রুপির পুরস্কার।
গ্র্যান্ড ফিনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ভাগ করে নিয়েছেন। স্ত্রী আকাক্সক্ষা চামোলা ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে গৌরব লিখেছেন, ‘ট্রফিটা ঘরে এসেছে’। এ মৌসুমের শীর্ষ পাঁচ প্রতিযোগীর অবস্থান- প্রথম রানারআপ হয়েছেন ফারহানা ভাট, কৌতুকশিল্পী প্রণীত মোরে হয়েছেন তৃতীয়, চতুর্থ স্থানে রয়েছেন তান্যা মিত্তাল এবং পঞ্চম অবস্থানে থেকে শেষ করেছেন আমাল মালিক।
এফপি/অ
বিশ্বজিৎ হত্যার ১৩ বছর আজ; মরার আগে বিচার দেখে যেতে চায় বাবা-মা
আমজনতার তারেক ও মশিউজ্জামানের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ
কাল শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’, উদ্বোধন করবেন উপদেষ্টা ফারুকী
তরুণরাই জাতির মূল চালিকা শক্তি: কুড়িগ্রামের জেলা প্রশাসক
মার্চেই চালু হচ্ছে পাবনা–ঢাকা সরাসরি ট্রেন: শেখ মঈনুদ্দিনের ঘোষণা