বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টায় ব্যাটালিয়নের অধীনস্থ রেজুপাড়া বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারা নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করছে। ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৪১/২-এস হতে প্রায় ৫.৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে করইবুনিয়া এলাকায় সন্দেহজনক তৎপরতার খবর পেয়ে টহলদল দ্রুত অভিযান চালায়। তবে মাদক কারবারিরা টহলদলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে কেউ আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা ইয়াবার পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় বিজিবির অভিযানের তৎপরতা বাড়ায় মাদক পাচারকারীরা চরম চাপে রয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযানে দীর্ঘদিন ধরে ধারাবাহিক সাফল্য বজায় রেখে আসছে। এসব অভিযানের ফলে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদার হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আস্থা আরও বেড়েছে।
এফপি/অ