Dhaka, Wednesday | 10 December 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 10 December 2025 | English
সিআইডি ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল
ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা ১৬ ডিগ্রিতে
মদ বিক্রি শুরু করলো সৌদি আরব
শিরোনাম:

পদত্যাগ করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ-মাহফুজ আলম

প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২:২২ পিএম  (ভিজিটর : ১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তফসিল ঘোষণার আগমুহূর্তে অন্তবর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করার ঘোষণা দিতে পারেন ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে যোগ দেওয়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার বিকাল ৩টায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। ধারণা হচ্ছে, এ সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিতে পারেন আসিফ মাহমুদ। 

তবে সরকারে থাকা আরেক ছাত্র প্রতিনিধি ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

স্বতন্ত্র নাকি এনসিপিতে যোগ দিয়ে নির্বাচন করবেন, তা এখনও প্রকাশ্যে জানাননি আসিফ। এদিকে, ঢাকা-১০ এ প্রার্থীও দেয়নি এনসিপি। তবে, ওই আসন থেকেই যে তিনি লড়বেন, তা মোটামুটি নিশ্চিত। কিছুদিন আগে তিনি ভোটার হন ধানমন্ডির। ঢাকা-১০ আসনটিতে তার মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ দেয়ার অভিযোগও ওঠে। ফেসবুকেও এই আসন থেকে ভোট করার বিষয়ে ইঙ্গিত দেন আসিফ মাহমুদ।

অন্যদিকে, মাহফুজ কী করবেন বা কোন দলের হয়ে নির্বাচন করবেন, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। তবে, লক্ষ্মীপুর-১ এ যেহেতু এনসিপি প্রার্থী দেয়নি, তাই অনেকে দুইয়ে-দুইয়ে চার মেলাচ্ছেন। কারণ, লক্ষ্মীপুর-১ অর্থাৎ রামগঞ্জে বাড়ি এই ছাত্র উপদেষ্টার। সাংবাদিকদের তার ভাই মাহবুব আলম আগেই জানিয়েছিলেন, রামগঞ্জ থেকেই নির্বাচন করার ইচ্ছা মাহফুজের। 

ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম, আর জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট জসীম উদ্দিন। এই দুই প্রার্থীর বিরুদ্ধেই লড়তে হবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।

অন্যদিকে, লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচনের বিষয়ে শেষ পর্যন্ত অটল থাকলে মাহফুজ আলমকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে শাহাদাত হোসেন সেলিম ও নাজমুল হাসান পাটওয়ারীর বিরুদ্ধে। এরমধ্যে নাজমুল হাসান পাটওয়ারী দাঁড়িপাল্লার প্রার্থী, আর ধানের শীষ নিয়ে লড়বেন শাহাদাত হোসেন সেলিম। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝