আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন দেওয়ান জয়নুল জাকেরীন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টায় জেলা শহরের তেঘরিয়া সাহেববাড়ি প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তৃতাকালে দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, “আমার প্রতি জনপদের মানুষের বিশ্বাস ও আস্থা আছে। মানুষের ভালোবাসাকেই আমি শক্তি হিসেবে দেখি। জনগণের কল্যাণে কাজ করাই আমার প্রত্যয়। আপনাদের সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব।”
তিনি আরও বলেন, “সুনামগঞ্জ—বিশ্বম্ভরপুর অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন এখনো অর্জিত হয়নি। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে এ এলাকা প্রত্যাশিত অগ্রগতি পায়নি। এ বৈষম্যের পরিবর্তন চাই। সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত শান্তির সুনামগঞ্জ গড়াই আমার লক্ষ্য।”
উল্লেখ্য, দেওয়ান জয়নুল জাকেরীন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। তিনি সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চারবারের চেয়ারম্যান এবং পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন। এবারও তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
গত বৃহস্পতিবার বিকাল পৌনে চারটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনামগঞ্জ-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নাম ঘোষণা করেন। দলীয় প্রার্থী ঘোষণা হওয়ার পর রাতেই ফেসবুক স্ট্যাটাসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দেন জাকেরীন, যা মঙ্গলবারের মতবিনিময় সভায় আনুষ্ঠানিক রূপ পায়।
এফপি/অ